করোনায় আরও ৬৩ মৃত্যু, শনাক্তে রেকর্ড THE NEWS TODAY THE NEWS TODAY প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ অনলাইন ডেস্ক দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, করোনাকালে বাংলাদেশে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে পৌঁছেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ৩ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। SHARES জাতীয় বিষয়: