বহদ্দারহাট মোড়ে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ চসিকের অভিযান THE NEWS TODAY THE NEWS TODAY প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোড়ের পুলিশ বক্স সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় দোকান অপসারণ করে দখল মুক্ত করা হয়। একই অভিযানে এশিয়ান হাইওয়ের শুলকবহর এলাকায় নালা ও ফুটপাত দখল করে মালামাল রেখে সর্বসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি। SHARES আইন আদালত বিষয়: